অবতক খবর,মালদা,৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদী গ্রাম উদ্যোগ বিভাগের উদ্যোগে যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রায় পাঁচ শতাধিক উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় সামগ্রী।

রবিবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌড়বঙ্গের তিন জেলা থেকে আগত প্রায় ৫০০ জনের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সামগ্রী।

উপস্থিত ছিলেন, সর্বভারতীয় খাদী গ্রাম উদ্যোগ বিকাশ বিভাগের সভাপতি তথা সাংসদ মনোজ কুমার, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ দপ্তরের আধিকারিকরা।

এদিন মধু পালন, বস্ত্র তৈরি, কাঠের কাজ করার সামগ্রীসহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেওয়া হয় প্রায় ৫০০ জন যুবক-যুবতীর হাতে।

সামগ্রী বিতরণের পর তিন জেলা থেকে আগত যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন দুই সংসদ।

সর্ব ভারতীয় খাদী গ্রাম উদ্যোগ বিকাশ বিভাগের সভাপতি মনোজ কুমার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে খাদি গ্রাম উদ্যোগ বিকাশ বিভাগের মাধ্যমে পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রায় ৫০০ জন উপভোক্তাকে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।