অবতক খবর,৭ জুন: যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল।
শুক্রবার সকালে শিয়ালদহ মেইন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম হয় টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা মহম্মদ আলি হাসান আনসারী (২২)। জখম ওই যুবককে বি এন বসু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত যুবকের পরিবারের সদস্য ও পড়শিদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপরই মৃত যুবকের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতাল চত্বরে ভাংচুর চালায়।