অবতক খবর,১৭ সেপ্টেম্বরঃ বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বগীরহুলার ঘটনা। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে ঘরের মধ্যে ২৬ বছরের সমিরন মন্ডলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সমিরন মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে? সেটিও খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ। যুবকের মৃত্যুর ঘটনায় উত্তর বগীরহুলা গ্রামের পাশাপাশি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।