অবতক খবর,৩০ ডিসেম্বর: যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে এই বছরের পরিবেশনায় শ্যামনগর বইমেলা। শ্যামনগর বইমেলা এই বছর ২০ তম বর্ষে পদার্পণ করলো। উদ্ধবোধন করতে আসলেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা ও ঝিলম ত্রিবেদী (বলিষ্ঠ কবি)
সন্দ্বীপ মুখোপাধ্যায় (সাহিত্যিক)
অমিতাভ বন্দ্যোপাধ্যায় (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাতি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোরাম এর সম্পাদক)। বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন করে শ্যামনগর বইমেলার শুভ সূচনা করলেন। এই বছর বইমেলায় মোট ৩০ টি বইয়ের স্টল এসে উপস্থিত হয়েছে। এছাড়া বসেছে বিভিন্ন ধরনের স্টল। আজ ২৯ সে ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই শ্যামনগর বইমেলা। প্রতিদিন থাকছে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাইট :- সীমান্ত মিত্র ( কার্যকরী সভাপতি )