যুদ্ধে কার লাভ কার ক্ষতি, আপনি কি ভাবলেন? কোনো নেতা বা মন্ত্রী কি কোনোদিন মরলো? আপনি তো দেশপ্রেম আর শহিদ শ্রদ্ধায় মোমবাতি মিছিল, মৌন মিছিল করেই চলেছেন!
যুদ্ধ
তমাল সাহা
দু পক্ষেরই
মায়ের কোল শূন্য হয়
বৈধব্যের বেশে স্ত্রীরা এসে দাঁড়ায়
শিশুরা পিতৃহীন—
সব চোখ অশ্রুসজল
নীরব আকুতি
বলো, কার লাভ,কার ক্ষতি?
রক্তপাত, ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ
বিলাপ-আর্তনাদ—
রাষ্ট্রের কি কিছু হয়?
বলো,কার জয়, কার পরাজয়!
নেতা-মন্ত্রীর কি কিছু হয়!
প্রশ্ন করতে এতো ডর,এতো ভয়?