যিশু বয়কট করলো নিজের জন্মদিন
তমাল সাহা
যিশু অপমানিত।
তুমি কি জানো যিশু কাঁদছে—
নীরবে চোখের জল ঝরে!
এবার পালিত হবে না জন্মদিন
তারই জন্মস্থান বেথলেহেমে
গাজা থেকে ৭৪ কিলোমিটার দূরে।
বড়দিন আসে
কাঁটার মুকুট মাথায়
মাথা নিচু করে যিশু তাকিয়ে থাকে
তার ছায়া পড়ে মাটির উপরে
পোড়াছাই মেখে আছে ফিলিস্তিনের ঘাসে
তার দুই হাতে পায়ে
এখনো শুকোয়নি সেই পেরেক ফোঁড়া দাগ
ক্ষতগুলি থেকে তাজা রক্ত ঝরে
এই ধরিত্রী কত রক্ত ধরে!
কোথায় বড়দিন, ছোট হয়ে আসে!
যিশু শিশু ভালবাসে
ফিলিস্তিন ভরে গেছে
হাজারো হাজারো শিশুর লাশে!