অবতক খবর,৭ মার্চ:  শুক্রবার দুপুর ৩টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে শামিল হওয়ার কথা বাম, অতি বাম ছাত্র সংগঠনগুলির সদস্যদের।

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পথে নামতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার দুপুর ৩টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে শামিল হওয়ার কথা বাম, অতি বাম ছাত্র সংগঠনগুলির সদস্যদের।

গত শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। হামলা হয় মন্ত্রীর গাড়িতে। তাতে আহত হন ব্রাত্য। আবার পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। এই ঘটনার প্রতিবাদে ব্রাত্য এবং তাঁর গাড়ির চালক-সহ অন্য সকলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতেই এই নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা।

অন্য দিকে, রবিবার শহরের দু’প্রান্তে জোড়া মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। একটি মিছিল শুরু হবে হাজরা থেকে, অপরটি ধর্মতলা থেকে। মিছিল দু’টি অ্যাকাডেমির সামনে শেষ হওয়ার কথা।