অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি রেগিং কমিটি। উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টসসহ মোট ৩৩ জন সদস্য থাকছেন কমিটিতে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্য ই- মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে।
রেগিং ঠেকাতে নজরদারি করতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তৈরি নয়া অ্যান্টি রেগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে ইউজিসিতে অভিযোগের দায়েরের ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে।