অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চারজনের প্রতিনিধি দল। সকাল ১১টা ৫ নাগাদ তারা প্রশাসনিক ভবনের পেছন দিক থেকে ভিতরে ঢোকেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে তারা প্রশাসনিক ভবনেই কথাবার্তা বলছেন। ডিনার স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে কথা বলছেন তারা।
উপাচার্য জানালেন, ইউজিসি কেন এসেছে সে বিষয়ে জানায়নি, তারা বেশ কয়েকজনকে ডেকে কথা বলছেন আমাকে এখনো ডাকেননি স্পষ্ট বলতে পারব না কেন তাদের এই পরিদর্শন।