অবতক খবর,৫ মার্চ: বুধবার সকালের বিমানে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য….

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর উপর আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া দিলেন শমিক ভট্টাচার্য।

কলকাতা বিমান বন্দরে তিনি বলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী জেলে, বর্তমান শিক্ষামন্ত্রী হাসপাতালে- শিক্ষা ব্যবস্থা পঙ্গু।

মুখ্যমন্ত্রী হিন্দু ওবিসি তালিকার পাশাপাশি মুসলিম ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের জাতি গণনার প্রেক্ষিতে তৃণমূল বিভাজনের রাজনীতি করে তারা ভাষাগত, জাতিগত সংখ্যালঘুদের সম্মান করে না মুসলমানদের মানুষ হিসেবে নয়, কেবলমাত্র ভোটার হিসেবে গণ্য করে।

সাগরদিঘিতে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের উপস্থিতিতে দলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে রেখে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা। তৃণমূল মহিলা/ পুরুষ মানে না; মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের উপর অত্যাচার হয়- এটাই তৃণমূলের কালচার।

মুখ্যমন্ত্রী নির্বাচন ভোটার লিস্টে গরমিলের অভিযোগ বারবার করছেন কিন্তু নির্বাচন কমিশনে যাচ্ছেন না। কেননা তিনি জানেন ভোটার লিস্ট নিয়ে অভিযোগ করার মত কিছু নেই।