অবতক খবর,১২ অক্টোবর: বুধবার রাত 11 টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে ধর্নায় বসেছেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে সহ উপাচার্য, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও আছেন। সভা থাকলেই অন্যায্য ও অন্যায় দাবিতে স্লোগান দিয়ে সব কিছু পণ্ড করার চেষ্টা করেন পড়ুয়াদের একাংশ। বিষয়টি রাজভবনে জানানো হয়েছে।
কিন্তু এখনও কোনোরকম রাজভবনের তরফ থেকে কিছু উত্তর পাননি। তিনি ধরনায় বসে সমস্ত কাজকর্ম সারছেন উপাচার্য বুদ্ধদেব সাউ ও রেজিস্টার স্নেহমঞ্জুর বসু। ওরা যতক্ষণ না এই ঘটনার সমাধান করবেন ততক্ষণ এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন উপাচার্য।