অবতক খবর,৭ মার্চ:  যাদবপুর কান্ডের আঁচ,শিক্ষা মন্ত্রীর বাড়ির অদূরে পড়ল পোস্টার, লেখা ক্রিমিনাল ব্রাত্য বসু,যা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

কালিন্দী ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ির ঢিল ছড়া দূরত্বে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু ছবি ছাপানো পোস্টার পড়েছে কালিন্দী এলাকায় পোস্টারে লেখা আছে ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান উপরে লেখা এসএফআই।