Aabtak Khabar,27 May: যাত্রীবাহী অটো ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁচনাডাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ বাজার থেকে দাসপাড়া গামী একটি গরুবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে। এর ফলে পেছন থেকে আসা একটি অটো সহ বেশ কয়েকটি গাড়ি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে অটোসহ অন্যান্য গাড়ির কাচ ভেঙে যায়।
ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত সদস্য আলিফ এহসান হাবিব জানান, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারানোর পরই পেছনের গাড়িগুলো এসে ধাক্কা মারে। সংঘর্ষের পর পিকআপ ভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।