অবতক খবর,১লা সেপ্টেম্বর: যথাযথ মর্যাদার সাথে ‘পুলিশ দিবস’ পালন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। রবিবার সকালে এই পুলিশ কমিশনারেটের অন্তর্গত সোদপুর সাব ট্রাফিক গার্ড এর অধীন সোদপুর- মধ্যমগ্রাম রোডের মুড়াগাছা মোড়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের ওসি সাব ইন্সপেক্টর কুমারেশ ঘোষ।
পরে একটি সুদৃশ্য বাইক ও সাইকেল র্যালি বের হয়। যাতে অংশ নেয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এর সদস্যরা। ট্রাফিক আইন মেনে চলা, দেখে রাস্তা পার হওয়া, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা সহ একাধিক পরামর্শ দেওয়া হয়।
ওসি জানান ‘আমাদের যে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি রয়েছে, তার মাধ্যমে দুর্ঘটনার সংখ্যা কমানো গেছে। আমরা এটা বলতে চাই যে যারা বাইক চালাবেন তারা যেন হেলমেট পড়েন যারা চার চাকা চালাবেন তারা যেন সিট বেল বাঁধেন। মধ্যক অবস্থায় যেন গাড়ি না চালানো হয়।