অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ যতীন দাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে আজ শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা মহানগরী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাসবেরি কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, দক্ষিণ কলকাতা সংসদ মালা এবং সুব্রত বক্সি।
অভিষেক বন্দোপাধ্যায় কে বাঘের বাচ্চা বলে সম্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন মহান বিপ্লবী যতীন দাসের আত্মবালিদান দিবসে মাল্যদান করতে এসে দাবি ফিরহাদ হাকিমের। এদিন তিনি বলেন যে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল । তার পরেও তাকে আজকে নোটিশ দিয়ে অন্যায় ডাকা হল। তিনি বলেন আমি ধন্যবাদ জানায় অভিষেক কে যে পরোয়া করেনি । সেই চাইলে একটা চিঠি দিয়ে বলতেই পারতো। কিন্তু সে চ্যালেঞ্জ স্বীকার করে বলেছে যে আমি জিজ্ঞাসাবদের মুখোমুখি হবে। তিনি আরো বলেন অন্যায় ভাবে ডাকা আর নিরুপায় ভাবে মানুষ কে ডাকা। যে জন্য অন্যায় করেনি। সেটা সমান ভাবে অন্যায়। এজেন্সি কে আমরা সম্মান করি ,সংস্থা দের আমরা সম্মান করি। কিন্তু দুঃখ লাগে যখন ক্ষমতার অপব্যাবহার এজেন্সি দের কাজে লাগানো হয়। দেশের শ্রেষ্ট আধিকারিক এই সংস্থা আছে। একটু মস্তিষ্কপ্রসূত একটা অন্যায়ের পিছু লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেশের মানুষের অর্থ নিয়ে নীরব মোদী, মেহুল চস্কিরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে বলে এদিন অভিযোগ করেন ফিরহাদ হাকিম।