অবতক খবর,৬ জানুয়ারি: আজ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তিনি রাজ্যসহ জেলায় যেসব খুন-খারাপি হচ্ছে তাতে পুলিশের তদন্তের উপর মানুষ অসন্তুষ্ট হয়ে পড়ছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অধীর রঞ্জন চৌধুরী বলেন দেখুন আমি প্রথম দিন থেকেই বলে আসছি তৃণমূল লোকেরা তৃণমূলকে খুন করেছে। এ বিষয়ে তিনি বলেন আমি যে কথা আগে বলেছি যে এই খুন জমির লড়াই না হলে প্রমোটারই লড়াই সে কথায় কিন্তু পেপারে প্রকাশ পাচ্ছে।

সাধারণ মানুষ সবাই জানে, সবাই আন্দাজ করতে পারছে কি থেকে কি ঘটনা ঘটছে? খালি পুলিশ আন্দাজ করতে পারছে না তার কারণ দিদির সেরকম নির্দেশ আসেনি বলে, এ বিষয়ে দিদির যদি নির্দেশ আসে যে তোমরা নিরপেক্ষভাবে তদন্ত করো তাহলেই দেখতে পাবেন পুলিশ অপরাধীকে গ্রেফতার করে ফেলেছে। এইরকম অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের কোনরকম সময় লাগার কথা নয়। এইভাবে একের পর এক অপরাধ হয়ে চলেছে কিন্তু অপরাধীরা গ্রেফতার হচ্ছে না তার একমাত্র কারণ দিদি অপরাধীদের গ্রেফতার করাতে চাইছেন না।

তার কারণ যে অপরাধ করছে সে সরকারি দলের লোক যাকে খুন করা হচ্ছে সে দলের লোক এবং যার কাছে অভিযোগ জানানো যাচ্ছে সেও সরকারি লোক সুতরাং সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এই তদন্ত কখনোই পুলিশ করতে পারবে না বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন অপরাধের কিনারা কি করে হবে আর কিনারা যদিও হয় তাহলে তাদের কিছু হবে বলে তিনি বিশ্বাস করেন না তিনি এ বিষয়ে তুলে ধরেন এই শহরেই তৃণমূলের সত্যেন চৌধুরী খুন হল প্রদীপ দত্ত খুন হল কি হয়েছে? কিচ্ছু হবে না আবারও তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত দিদির কাছ থেকে অপরাধীদের ধরার নির্দেশ আসবে। ততক্ষণ অপরাধীরা অধরা হয়ে থাকবে।