অবতক খবর,১০ নভেম্বর,মালদা:সানু ইসলাম: মৌমাছির চাকে আগুন লাগাতে গিয়ে তিন দিনমজুরের বাড়ি পুড়ে ছাই। পরিবার নিয়ে খোলা আকাশের নিচের দিন গুজরান। ত্রাণ সামগ্রী নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালে হরিশ্চন্দ্রপুর থানার আইসি। ঠিক এমনই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চন্ডিপুরা গ্রামে । এই গ্রামেরই বাসিন্দা ভক্ত দাস অমৃত দাস এবং লোকেশ দাস। তারা প্রত্যেকেই দিনমজুর এবং সম্পর্কে এরা পিতা পুত্র। পাশাপাশি এদের বাড়ি।

গতকাল সন্ধ্যাবেলায় এদেরই বাড়ির পাশে এক প্রতিবেশী তার বাড়িতে থাকা মৌমাছির চাক পোড়াবার জন্য আগুন দিতে যান। সেখান থেকেই আগুন ছিটকে এসে প্রথমে ভক্ত দাস তারপরে লোকেশ দাস এবং অমৃত দাসের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিয়ন শেখায় তিনটি বাড়ি সম্পূর্ণ। বর্তমানে এই তিনটি দিনমজুরের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। আজ সকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার ic দেওদুত গজমের । সেখানে তিনি ত্রাণ হিসাবে ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী এবং অন্যান্য সহায়ক সামগ্রী তুলে দেন। বিপদের সময় পুলিশ পাশে দাড়ানোয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ওই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার।