অবতক খবর,১০ জানুয়ারি : মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ পাঠাগার সংলগ্ন অঞ্চলে কর্মরত অবস্থায় মোহনপুর থানার এস আই দেবদুলাল মিস্ত্রি উপর চড়াও হয় দুজন দুষ্কৃতী। তারা প্রথমে পুলিশকে গালাগাল দেয়, পুলিশ যখন ডাকে তখন ডিউটিরত অবস্থায় যিনি অফিসার ছিলেন তার ওপর চড়াও হন।

এলাকার লোক রেগে যায় ও দুজনের উপরে চড়াও হয়, পুলিশ দুজনকে গ্রেফতার করে নিয়ে যান মোহনপুর থানায়। স্থানীয় মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন, পুলিশকে যদি এভাবে দুষ্কৃতীরা আঘাত করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষের মনে।