সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ২৯ নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: আন্তরজেলা মোবাইল চুরির চক্র কে ধরলো বারুইপুর জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ১৪০টি মোবাইল ফোন ও ৩টি লাপটপ।
গ্রেপ্তার হয়েছে মূল পাণ্ডা সহ সাত জন। নরেন্দ্রপুর থেকে প্রথম ধরা পড়ে তাপস। তাঁকে জেরা করার পরে বারুইপুর এর মদারাট সহ কল্যাণপুর ও দক্ষিণ দুর্গাপুর থেকে একের পর এক রিসিভার, টেক নিসিয়ান ও চোরেরা ধরা পড়ে।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই চুরি চক্রের জাল হওড়া সহ রাজ্যের অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়েছে। আজকে মোবাইল চুরির ধৃতদের বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে।