অবতক খবর,২১ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মোটরবাইকের সঙ্গে মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটর বাইক আরোহী । আজ বেলা ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা মেমারি রাস্তায় ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায়। গুরুতর আহত মোটর বাইক আরোহী কে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।।
আহত উদ্ধারকারী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১০ টা নাগাদ আহত ব্যক্তি মোটরবাইকে করে এক জনের মোটরবাইকের চেপে ভাগরা গ্রামের নিজ গ্রাম থেকে কুসুমগ্রাম বাজারে যাবার পথে ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে। মোটর বাইক আরোহী মোটরবাইকের পিছনে বসে থাকায়
ছিটকে পড়ে রাস্তায়। মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষজন উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় মোটরবাইক আরোহী কে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসকরা ।