অবতক খবর,২৫ আগস্ট,জলপাইগুড়ি: ময়নাগুড়ির সার্ক রোড তথা ময়নাগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা যাওয়ার জাতীয় সড়কের ওপর বাইক এবং যাত্রীবাহী বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩।
মৃত ব্যাক্তিদের নাম, তন্ময় বিশ্বাস, রিঙ্কু মাহন্ত তাদের বাড়ির জলপাইগুড়ির মাসকালাই বাড়ি।
অপর মৃত বুলেরো গাড়ির চালকের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বুধবার বিকেলে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল মোটর বাইকে করে দুই ব্যাক্তি। উল্টো দিক থেকে একটি বোলেরো গাড়ি এসে তাদের সজরে ধাক্কা মারে। ধাক্কা মেরে রাস্তার পাশে জমিতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বোলেরো গাড়ির চালকের। ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ির দমকল এবং ময়নাগুড়ির হাইওয়ে ট্রাফিক পুলিশ, বাইকে থাকা দুই জনকে গুরুতর আহত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
অপর একজনকে কর্তব্যরত চিকিৎসকরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। জলপাইগুড়িতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।