শিলিগুড়ি :: অবতক খবর :: ২৯ জুন ::    শিলিগুড়ির বেশ কিছু নার্সিংহোমকে করোনার চিকিৎসার জন্য বেড রেখে দেওয়ার নির্দেশ দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মৈনাক ট্যুরিস্ট লজে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি, শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার ও স্বাস্থ্য অধিকর্তাদের এদিন নিয়ে বৈঠক করেন গৌতম দেব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে নজর রাখার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে কাজে লাগানো হবে।

করোনা মোকাবেলায় স্থানীয়ভাবে এলাকাভিত্তিক চলবে লকডাউন।পাশাপাশি তিনি এও বলেন, শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য সুস্থ আছেন, এছাড়াও করোনা মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী গৌতম দেব।