অবতক খবর :: শিলিগুড়ি :: ১ জুন :: করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন। কার্যত সমস্যায় বহু মানুষ। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মধ্যে দিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রী মল্লিকা দেবনাথ।
জানা গিয়েছে, মেয়ে লিম্পার জন্মদিন উপলক্ষে আজ গরীব-দুঃস্থদের মাস্ক ও খাবার বিতরণ করেন তিনি। তিনি জানান, ” এইভাবে দুস্থদের সাথে থাকতে পেরে আমরা পরিবার গর্বিত। খাদ্য দ্রব্য বিতরণের পাশাপাশি সচেতনতার বার্তা হিসাবে মাষ্কও বিলি করা হল।” আগামীদিনে এইভাবে মানুষের পাশে তারা থেকে সেবা করতে চান বলে জানান দেবনাথ দম্পতি।









