অবতক খবর,৬ জানুয়ারি,চন্দ্রকোনা: রাজ্য সরকারের নির্দেশ ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার । কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘর গুলিতে এখন পর্যন্ত ৩০ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তা সংরক্ষনকারীদের।

এদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, ফলে কোল্ড স্টোরে মজুত রয়েছে আলু। অন্যদিকে বাজারে চাহিদা জোগাচ্ছে নতুন আলু। রাজ্যের সমস্ত হিমঘর গুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস আর এ নিয়ে আরো চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে । স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে। কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয়।