অবতক খবর,৫ জানুয়ারি: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জীর হাত ধরে উদ্বোধন হয়ে গেছে কোন্নগর বই মেলা , কিন্তু বইমেলা জুড়ে সমস্ত বইয়ের দোকানের জায়গা হলেও মেলার ভেতরে জায়গা মেলেনি তৃনমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা বুক স্টলের, এই বিষয়ে ক্ষোভ প্রকাশও করেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলের সভাপতি তন্ময় দেব, এবং শ্রমিক সংগঠনের সভাপতি রঞ্জিত দত্ত ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন এটা এক প্রকার দলের চেয়ারম্যানের অপদার্থতা, তার জন্য এই মেলার ভেতরে জায়গা মেলে নি জাগো বাংলা বুক স্টলের।
প্রতিবছর আমরা মেলার ভেতরে স্টল করি, এই বছর বার করে দিয়েছে চেয়ারম্যান এর দায় চেয়ারম্যান স্বপন দাস কে নিতে হবে ।