অবতক খবর,২২ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা এক কিশোরকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
পুলিশ জানায় , আজ ভোর রাতে মন্তেশ্বর থানা টহলদারি পুলিশের গাড়ি কুসুমগ্রাম বাজার এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করে। জানা গেছে ওই কিশোরের বাড়ি মেমারি থানায় বড়পলাশন অঞ্চলের সারগাছি এলাকায়। আজ ভোররাতে বাবা-মা যখন নামাজ পড়ছিল সে সময়ে ওই কিশোর মোবাইলে গেম খেলা করছিল ।
তাই নিয়ে মা বকাবকি করায় ওই কিশোর বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায়। পুলিশ তাকে কুসুমগ্রাম বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করার পর থানায় নিয়ে যায়। কোনরকমে তার কাছ থেকে নাম পরিচয় জানতে পেরে পরিবারকে খবর দেয়। দুপুর নাগাদ তার বাবার হাতে ওই কিশোরকে তুলে দিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।