অবতক খবর,১লা জানুয়ারি:পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে রাত বারোটার ঘরের কাঁটায় বেজে উঠল, সকলে মিলে যখন হ্যাপি নিউ ইয়ার উইশ করতে আনন্দে মশগুল ঠিক এর মাঝেই বন্দেমাতরাম ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। হ্যাপি নিউ ইয়ার ২০২৫, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।

১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ২৭ টা বছর, এর মধ্যে সারা দেশ সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানা গণ আন্দোলনের। বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মা মাটি মানুষের সরকার।নান্নুরচকের নিকটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সাংগঠনিক জেলার কার্যালয়ে ২৮তম প্রতিষ্ঠা দিবসের মঙ্গলবার মধ্যরাতে দলীয় পতাকা উত্তোলন করলেন মেদিনীপুরের বিধায়ক ভূমিপুত্র সুজয় হাজরা।

অন্যদিকে কেশপুর ব্লকেও মন্ত্রী শিউলি সাহা মঙ্গলবার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। বক্তব্য রাখতে গিয়ে সুজয় হাজরা বলেন, বিরোধীদের অপপ্রচার নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এই ২৭ টা বছর পেরিয়েছে তাদের রাজনৈতিক দল। আর তাই আগামী ২০২৬ এ চতুর্থ বারের জন্য রাজ্যের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে।

তাই ২০২৫ থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে আরো ভালো কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা দিবসে সেই প্রতিজ্ঞা নিয়েই নতুন করে পথ চলা। এই সাড়ে ১০ কোটি রাজ্যের মানুষের প্রধান আশা ভরসা এই তৃণমূল। তাই সকল মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অভিনন্দন ও শুভেচ্ছা শুভেচ্ছা জানান।