অবতক খবর,১৩ ফেব্রুয়ারি: এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, মু্র্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার দেবীপুরে । আর প্রতিমা ঠাকুরে বিখ্যাত সাগরপাড়া দেবীপুর । এখানে অসাধারণ প্রতিমা ঠাকুর বানানো হয় । আগামীকাল বুধবার অর্থাৎ সরস্বতী পুজো , আর তাই বিভিন্ন এলাকায় ঠাকুর ডেলিভারি দিতে হবে সেই কারণে প্রচুর অর্ডার পেয়েছেন বিনয় প্রামানিক । আর নিজের কারখানাতেই এক মাস থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে লাগাতার চালাচ্ছে প্রতিমা ঠাকুর প্রস্তুতির কাজ । কারণ আগামীকাল ডেলিভারি দিতে হবে !!
রাত্রে স্বামী স্ত্রী দুজনে মিলেই কারখানা বন্ধ করার আগেই পাশের বাড়ির জিতেন মন্ডল ওরফে হাগা নামে ওই ব্যক্তি ঢিল পাথর ছুটতে থাকে কারখানার ভিতরে অর্থাৎ প্রতিমার উপর ।
বিনয় প্রামানিক তাকে নিষেধ করতে গেলে চাদরের ভেতর থেকে হাসুয়া বের করে বেধারকভাবে কোপাতে থাকে বিনাই প্রামাণিককে । এবং সেখান থেকে পালিয়ে যায় ।
বিনয় প্রামানিক মাটিতে লুটিয়ে পড়ে, স্থানীয়রা উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন ।