অবতক খবর,১৪ মে: মৃত্যু শোককে পিছনে রেখে ভোট দিতে এগিয়ে গেল এক একান্নবর্তী পরিবার। যে পরিবারে এই মুহুর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ৩৬ জন। ভোটের দিন সাত সকালে মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গেলেন সকলেই। পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে রীতিমতো আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বুধবার সকাল গড়াতেই তিনি হাজির হন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে। সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন ব্যানার্জি পাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে। জানা যায়- গত ১২ই মে রাতে নিজের বাড়িতেই বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামানিকের। এরপর ১৩ তারিখ সাতসকালে তার মৃতদেহ সৎকার সেরে সকাল সকালই ভোট দিতে যান ওই পরিবারের সদস্যরা।

সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। স্বাভাবিকভাবে এই খবর জানতে পারা মাত্র আজ দুপুরে সেই পরিবার সদস্যদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।