অবতক খবর,১ জুলাই: আজ মৃণাল সিংহ রায় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সমাজকর্মী সোনালী সিংহ রায় জাতীয় চিকিৎসক দিবস পালন করেন। আজ ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সোসাইটির সদস্যরা।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মানতা দিয়ে সোনালী সিংহ রায় শিশুদের মধ্যে ফলমূল এবং দুধের প্যাকেট বিলি করেন।

সোনালী সিংহরায় জানান,,এই দিনটি তারা রেলওয়ে হাসপাতালে পালন করতেন। কিন্তু করোনা সংক্রান্ত বিধি নিষেধকে মানতা দিয়ে তারা এবার আর হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করছেন না। তবে ডাঙ্গাপাড়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠান শেষে তারা অবশ্যই রেলওয়ে হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে বিধান রায়ের যে মর্মর মূর্তি রয়েছে তাতে মাল্য প্রদান করে তাঁকে শ্রদ্ধা জানাবেন।