অবতক খবর,৩ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে গনতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও। সেই মতো এ দিন মুর্শিদাবাদ বিশ্ব বিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।