অবতক খবর,৬ জানুয়ারি: মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাকুড়তলা রামকৃষ্ণপল্লী এলাকায় গত শুক্রবার বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় এক ব্যক্তি। পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তিনি দাবি করেন তাকে মারার উদ্দেশ্যেই সেই বোমা ওইখানে তৈরি করা হচ্ছিল।
সেই অভিযোগের পর জেলার রাজনৈতিক মহলে শুরু হয় তরজা। এবারে পুরপ্রধানের নিরাপত্তা বৃদ্ধি করা হল। মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে একজন সশস্ত্র পুলিশ কনস্টেবল কে পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের নিরাপত্তায় রাখা হয়েছে।
তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন পুরপ্রধান তথা শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিত ধর। সেইমতো আজ পৌর পিতা ইন্দ্র জিৎ ধর কে দেয়া হল সরকারি নিরাপত্তা।