অবতক খবর,১ মার্চ:  আজ জেলা বিজেপি কার্যালয় মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার, তিনি সাংবাদিক বৈঠক করে শিয়ালদা-জলপাইগুড়ি একটি নতুন ট্রেন চালু হওয়ার কথা ঘোষণা করলেন। তিনি এও জানালেন,নির্ঘণ্ট তালিকা তাঁর হাতে এসেছে এবং এই ট্রেন শিয়ালদা থেকে বহরমপুর ভায়া নসিপুর আজিমগঞ্জ ব্রিজ হয়ে জলপাইগুড়ি যাবে।

কিন্তু এই ট্রেনের স্টপেজ মুর্শিদাবাদ জংশন এ দেওয়া হয়নি। তিনি এ বিষয়ে জানান, আমরা মুর্শিদাবাদের নাম দিয়েছিলাম, যেকোনো কারণেই হোক সেটি বাদ গিয়েছে। তিনি আরও বলেন, আবার তিনি মুর্শিদাবাদ জংশনে ট্রেনের স্টপেজ দেয়ার ব্যাপারে আবেদন করবেন।