অবতক খবর,১১ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাগড়া সোনাপট্টিতে সাড়ম্বরে পূজিতা হন মা কালিকা দেবী। এক দুই করে ৯৪ বছর ধরে পূজিতা হয়ে আসছেন মা কালিকা।অপূর্ব সুন্দর এই মূর্তি পূজোর প্রচলন করেন প্রয়াত ব্রজ গোপাল দাস, প্রয়াত গোবিন্দ দাস, প্রয়াত বিষ্ণু সিংহ এবং প্রয়াত ঋষি দাস।
এরা প্রত্যেকে ছিলেন পরস্পর বন্ধু।এই চারজনের হাত ধরেই প্রথম কালিকামাতার পূজার প্রচলন হয় বহরমপুর শহরে। প্রথম বছর মূর্তি তৈরি করেন প্রয়াত ঋষি দাস।