অবতক খবর, সংবাদদাতা, মুর্শিদাবাদ :: বিজেপি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত 40নং জেলা পরিষদের রাধারঘাট বৈরাগী পাড়া বিজেপি কার্যালয়ে।
আজ ভোর পাঁচটা নাগাদ স্থানীয়রা রাস্তায় যাওয়ার সময় দেখতে পায়। খবর পেয়ে বিজেপি নেতা নেতৃত্ব ছুটে আসেন। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে।