অবতক খবর,৪ মার্চ: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি হল ভবনে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবির সহযোগিতায় ভোটার তালিকা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার ঠিক বিকেল ৪ ঘটিকায়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি, জেলা পরিষদের সদস্য, মগরেব সরকার, সুষমা দাস, ইমাম প্রতিনিধি আব্দুর রাজ্জাক, পূর্ত কর্মদক্ষ আবু তালেব শেখ, জাকির হোসেন, টিংকু মন্ডল সহ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এলাকার তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ,পঞ্চায়েত সমিতির সদস্য ও শাখা সংগঠনের সদস্যরা। আজকের এই আলোচনা সভা থেকে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান তিনি নেতৃত্বদের বুঝিয়ে দেন কিভাবে ভুতুড়ে ভোটার চিহ্নিত করণ করা যাবে।
তিনি বলেন, বিজেপি দিল্লী, বোম্বে, মহারাষ্ট্র পর এবার বাংলা দখলের জন্য এই ভুতুড়ে ভোটার তৈরি করেছে। আগামী দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভুতুড়ে ভোটারের খোঁজ নেয়ার জন্য নির্দেশ দিলেন সাংসদ আবু তাহের খান। তিনি আরো বলেন একুশে বিধানসভায় মুর্শিদাবাদ জেলার বাইশটি সিটের মধ্যে কুড়িটি সিট আমরা পেয়েছিলাম দুটি আমরা পাইনি এবার আমরা মুর্শিদাবাদ জেলায় বিজেপিকে শূন্য করে দিব। তিনি আরো বলেন বিজেপিকে এবার এই দুই বিধানসভায় সবক শেখাবো।