অবতক খবর, সংবাদদাতা :: সাগরদিঘির বিশ্বনাথপুরের বাসিন্দা, প্রতিদিনের মতনই বেগুন ক্ষেতে কাজ করতে যান ৭ জন শ্রমিক বিকেলের দিকে হঠাৎ বিদ্যুৎ চমকানির সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য মাঠের একটা ডীপ ঘরে আশ্রয় নেয় জমির মালিক সহ ৫ জন।হঠাৎই বিদ্যুৎ চমকানোর সঙ্গে কিছুটা দূরেই বাজ পড়ে।
ঘটনাস্থলেই মারা যান সমর মন্ডল (৩০) ,ভারতি মণ্ডল (৪০) ,শিবরাত মাহাতো (৪৫), এক মহিলাসহ 3 জন। আরো বাকি দুইজন রাজু বালা মন্ডল ও তেতত্রি মাহাতো এদেরকে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের সকলের বাড়ি সাগরদিঘী থানার বিশ্বনাথপুর গ্রামে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।