১লা ফেব্রুয়ারী: ইতিহাসকে ফুটিয়ে তুলতে মুর্শিদাবাদে সরস্বতী পুজোয় থিম- দিল্লির অক্ষরধাম।  প্রস্ততির শেষ মুহূর্তে জোরকদমে মন্ডপ তৈরির কাজ চলছে মুর্শিদাবাদের কান্দির জজান গ্ৰামে সবুজ সংঘ ক্লাবের আয়োজিত অক্ষরধামের।

প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে গড়ে উঠছে দিল্লির এই অক্ষরধাম। মুর্শিদাবাদের কান্দির জজান বাসির কাছে শারদীয়ায় নয় বাগদেবির পুজো তেই খুঁজে পাই শারদীয়ার আনন্দ । প্রতিবছরই বিভিন্ন চমক জাগানো থিমের মধ্য দিয়ে পূজিত হন বাদ দেবি।

এবারও ৮ লক্ষ টাকা বাজেট এর পরিকল্পনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি করব আগামীকাল থেকেই উদ্বোধন হবে এই অক্ষরধাম। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মধ্যে সরস্বতী পূজোয় তেমন থিমের চমক এখন থেকেই সাড়া ফেলেছে পুরো এলাকায় সম্ভব কি বলছে কমিটির সদস্যরা।