অবতক খবর :: মুর্শিদাবাদ :: গোপন সূত্রে খবর পেয়ে রাণীনগর থানা এলাকায় থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। সাতটা সেভেন এম এম ম্যাগাজিন, ৬ টি ওয়ান শাটার পিস্তল, ৩০৩ একটি মাস্কেটে, ১৮ টি সেভেন এমএম এমুলেশন।

ধৃতের নাম মবি শেখ , মোমিন শেখ এই দুজনের বাড়ি রাণীনগর থানা এলাকায়। অপর একজনের নাম মুস্তাকিন রহমান জলঙ্গীর বাসিন্দা। এদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লকডাউন এ পরিস্থিতিতে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার এবিষয়ে সাংবাদিক বৈঠক করে জানান।









