অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- প্লাস্টিক কুড়াতে কুড়াতে বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে বোম ফেটে জখম হয় এক শিশুর ডান হাত। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর নাগাদ ফারাক্কার জানিমোড়ো। পরিবার সূত্রের খবর আজকে সকালে প্লাস্টিক কুড়াতে বেরিয়েছিল কিসমত সেখ নামে ১১ বছরে এক শিশু , কিসমত সে তিলডাঙ্গা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
সেই সময় প্লাস্টিক মধ্যে বলে ভেবে বোম নিয়ে খেলছিল। হঠাৎ বোম ফেটে ডান হাতের আঙ্গুল গুলি জখম হয়। তরিঘরি স্থানীয় বাসিন্দা ছুটে এসে ফরাক্কা পুলিশ ফাড়িতে খবর দিলে ,পুলিশ এসে তাকে বেনিয়া গ্রাম হাসপাতালে পাঠায়।
চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গীপুর সদর হাসপাতালে পাঠায় । শিশুটির মা জানায়, কিসমত শেখ তিলডাঙ্গা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং লোকডাউনে জেরে স্কুল বন্ধ। তাই গত তিনদিন ধরে প্লাস্টিক কুরাতে বেরিয়েছিল। আজ সকালে এক সহকর্মীর সাথে প্লাস্টিক কুরাতে গিয়ে এই ঘটনা ঘটে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।