অবতক খবর,১৯ এপ্রিলঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার ভরতপুর বাগান পাড়ার এক নাবালিকা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল, মেয়েটির নাম টিনা খাতুন ১৬ বছর বয়স , মেয়েটির মা ভরতপুর থানা একটি মিসিং ডাইরি করেন।
আজ বুধবার সকালে ওই নাবালিকার দেহ ভরতপুর বাগান পাড়ার মাঠে এক পুকুরের ধারে পাওয়া যায়, ভরতপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে এসে ময়না তদন্তের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়।