অবতক খবর,২১ অক্টোবর: মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পালিত হল পুলিশ শহীদ দিবস। এদিন সকালে ব্যারাক স্কয়ারের শহীদ মিনারে পুষ্পস্তবক ও ফুল অর্পণ করার পরে ডি আই বি মোরে শহীদ বেদীতে মাল্যদান করার পরে মুর্শিদাবাদ জেলা পুলিশ হাসপাতাল মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদদের স্মরণ করা হলো এবং কত এক বছরে সারা ভারতবর্ষের যত জন পুলিশ অধিকর্তা শহীদ হয়েছে তাদের নাম স্মরণ করে তাদের উদ্দেশ্যে মাল্যদান করা হলো।
এই দিবস পালন করার সময় জাতীয় পতাকা অর্ধ নিমজ্জিত করে আবার পূর্ণ পতাকা উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে সমস্ত শীর্ষ অধি কর্তারা। এরপরে মুর্শিদাবাদ দক্ষিণ পুলিশ সুপার মহিলা থানা ও পুলিশ প্রিন্টিং প্রেস ঘুরে দেখেন।