অবতক খবর,২৫ জানুয়ারি: মুর্শিদাবাদের ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান গঠন।
শুক্রবার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সিদ্দিকা খাতুন। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আনন্দে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। চলে আবির।

উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালের জুলাই মাস থেকেই ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন কুসুম সাহা। কুসুম সাহার ওবিসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পর তিনি প্রধানপদ থেকে অপসারিত হলে দায়িত্বভার সামলাচ্ছিলেন উপপ্রধান বেদার উদ্দিন সাহেব। আজকে সিদ্দিকা খাতুন কে প্রধানের জন্য মনোনীত করা হয়।

সিদ্দিকা খাতুনের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান যে তিনি প্রধানের দায়িত্বভার যথাযথভাবে পালন করবেন। বাহাদুরপুর পঞ্চায়েতের সকল সদস্য সম্মিলিতভাবে এলাকার উন্নয়নের চেষ্টা করবেন।

আজ দুপুরে বিধায়ক মনিরুল ইসলামের তৎপরতাই এবং তত্ত্বাবধানে দলীয়ভাবে সিদ্দিকা খাতুনের নাম প্রস্তাব করা হয় প্রধান হিসেবে। তারপরেই শুক্রবার সিদ্দিকা খাতুন সমস্ত সদস্যদের সমর্থনে প্রধান হিসেবে নির্বাচিত হন। নতুন করে প্রধান নির্বাচিত হতেই আনন্দ উল্লাস এবং আবির্ মেখে আনন্দ পালন করেন বিধায়ক মনিরুল ইসলাম এবং তৃণমূল কর্মী সমর্থকরা।