অবতক খবর,২০ ডিসেম্বর: মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগ নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।পৌর প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয় এলাকায়। এলাকাবাসীর আরও অভিযোগ পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে ঠিকাদার দায় সাড়াভাবে কাজ করছেন। তাদের দাবী ড্রেন নির্মানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী , কাজের সিডিউল না দেখিয়ে চলছে কাজ, স্থানীয়দের দাবি সিডিউল দেখিয়ে কাজ করতে হবে।
এই বিষয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, আমি চাইবো পৌরসভা এলাকায় কাজের মান ভালো হোক। আগামী কালকের মধ্যেই সিডিউল দেওয়া হবে, এবং সিডিউল অনুযায়ী কাজ হবে বলে জানান জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম।