অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুম্বাইয়ে রাজ মিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল খড়গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগরের বাসিন্দা ২৪ বছরের যুবক শুকুর সেখ অভাবের সংসার চালাতে ১৮ দিন আগে মুম্বাইয়ে রাজ মিস্ত্রীর কাজে গয়েছিলেন। মৃত্যুর খবর আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
স্ত্রী নীলি খাতুন বলেন ” সংসারের কথা ভেবে দু সপ্তাহ আগে মুম্বাইয়ে রাজ মিস্ত্রীর কাজ করতে গিয়েছিল। ”
তিনি আরও জানান ” শনিবার সন্ধ্যায় ফোনে শেষ কথা হয়েছিল। পরিবারের সকলের খোঁজ খবর নিচ্ছিল । রবিবার কাজ থেকে এসে আবার ফোন করার কথা ছিল। এরপর কান্নায় ভেঙে পড়েন
পরিবার সুত্রে জানা গিয়েছে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার রাত্রি নাগাদ মুর্শিদাবাদের খড়গ্রামে শুকুর সেখের মৃত দেহ বাড়িতে পৌঁছাবে। পরিবাবেরর একমাত্র যুবকের অকাল মৃত্যুতে নগরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।