অবতক খবর ,মুম্বই : বাণিজ্য নগরী মুম্বইয়ের জুহুতে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে যায়। সেই ভয়াবহ আগুনে জিমখানার ক্লাবের দু’টি তলায় আগুন লেগেছে।জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় জিমখানা ক্লাবে অনেকেই ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে দু’টি তলা দাউদাউ করে জ্বলতে থাকে। আচমকা এই অগ্নিকাণ্ডে তাঁদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে চিত্কার শুরু করে দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ,দমকল এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, হতাহতে কোন খবর নেই। ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।দমকলের কর্মীদের অন্তত ৫০ জনকে জিমখানা ক্লাবের ভিতর থেকে উদ্ধার করে আনে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে ।