অবতক খবর,৬ ডিসেম্বর: মুদি দোকানের বকেয়া টাকা চাওয়াকে ঘিরে মহিলাকে মারধরের ঘটনায় ইসলামপুর থানার আগ ডিমটি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার আগ ডিমটি এলাকার বাসিন্দা পেশায় মুদি দোকানের মালিক হাসিবুল হক তার মুদি দোকানের বকেয়া টাকা ওই এলাকারই বাসিন্দা জহিরের কাছে চাইতে গেলে জহির হাসিবুলকে ধরে মারধর করে বলে অভিযোগ।
খবর পেয়ে হাসিবুলের স্ত্রী আসমারা খাতুন তাঁর স্বামীকে বাঁচাইতে গেলে জহির ও তার লোকেরা মিলে আসমারাকেও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম আসমারা খাতুন বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাশাপাশি ঘটনার বিষয়ে হাসিবুল হক ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।