ধুর শালা করোনা! মানুষ মরে মরুক। তাতে শালা আমাদের কি? আমরা চাই ভোট। আমরা গরিবকে দেখাবো লোভ। ভাত দিয়ে কিনবো ভোট। এখন ভাত নিয়ে চলছে মোদি-মম লড়াই…

মুখ
তমাল সাহা

মুখ আছে,লাগাম ছাড়া
কথা বলতে কি দোষ?
ও যদি ফুঁস করে
আমি করবো ফোঁস।
ও দিক খাদ্য বিনে পয়সায়,
সীমা তো বিশের নভেম্বর!
আমার ক্ষমতা, দেখো আড়ম্বর!
আমার সীমা একুশের জুন।
ভোট তো পণ্য, আমিও
ভাত দিয়ে কিনবো ভোট, শুনুন।