অবতক খবর,১৮ জুলাই: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মদিজির স্লোগানের বিরোধিতা করেনি। মোদিজি বলেছিলেন যে আমাদের সঙ্গে যারা আছে আমরাও তাদের সঙ্গে থাকব। মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ ৮০ কোটি মানুষকে আসন দিচ্ছে।যে মানুষগুলো সব থেকে বেশি সুবিধা পাচ্ছে তারা হলো মুসলমান সম্প্রদায়।

তাদের একজন মদনি আছে তারা ডায়রেকট হিন্দুদের বিরোধিতা করার কথা বলছে।তিনি বলেন আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী বক্তব্য দিতে ভুলে গেছেন যে কথাটা শ্যামা প্রসাদ মুখার্জী বলেছিলেন যে সংবিধান মানবে না সে আমাদের দেশে কি করে থাকবে।উনি কাশ্মীরে লড়াই করে হিন্দুদের বাঁচিয়েছিলেন।আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না ব্রহ্মচারী হয়ে গেছে।তিনি বলেন আমি ২০০০ পার্সেন্ট শুভেন্দু অধিকারী সমর্থন করছি।উনি কোনো ভাবে মোদিজির স্লোগানে বিরোধিতা করেননি।

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিটিং এ যেতেই পারেন তাতে আমাদের দলের কি। ভাটপারা ১৭ নং ওয়ার্ড এর তৃণমূলের প্রেসিডেন্ট এর বাবাকে তৃণমূলের গুন্ডারা পিটিয়ে মেরে দিলো।সেই ঘটনায় এফআইয়ার হয়েছে কিন্তু আজ পর্যন্ত পুলিশ গ্রফতার করেনি কাউকে।যে মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন। পশ্চিমবাংলায় রামনবমীতে অস্ত্র পূজা আমরা করি সেটাকে উনি বলেন এরা গুন্ডা এরা বদমাশ।

কালকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মুসলমানের হাতে তরোয়াল, পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নাড়া লাগাচ্ছে সেটা ওনাদের চোখে পড়ছে না।আবার উনি ন্যায় সংহিতার আইন চেঞ্জ করার জন্যে নবান্নতে মিটিং করছেন। উনি সিএএ করতে দেবেন না বলেছিলেন সি এ এ কি রুকে গেছে বলে জানান তিনি এবং ভারতবর্ষে ইসরাইলের ঝান্ডা নিয়ে মিছিল করবেন বলে জানান তিনি।