অবতক খবর,১৩ মে,মালদা:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাশরুম চাষ নিয়ে অনুষ্ঠিত হলো এক বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উল্লেখ্য চলতি মাসের ৪ তারিখ মালদায় প্রশাসনিক বৈঠক করে মালদায় মাশরুম চাষ নিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তোরজোড় শুরু করল মালদা জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসাবে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল মাশরুম চাষ নিয়ে এক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়াও এই মাশরুম চাষ নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মাশরুম চাষের উপর অভিজ্ঞ বিশেষজ্ঞরা।
ABTAK EXCLUSIVE